শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত লামিয়া হতে চায় ডাক্তার সাংবাদিক মাহামুদুল কবির নয়নের উপরে সন্ত্রাসী হামলার কয়েক মাস পর জানা গেলো নির্দেশ দাতাদের নাম লোহাগড়ায দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে কালিয়ায় প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন নড়াইলে জিয়া পরিষদের জায়গা অবৈধ দখলের অভিযোগ ! নড়াইলে হরিলীলামৃত স্কু্লের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান নড়াইলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে বিএনপির ৩ নেতা গুরুতর জখম, ঝুলে আছে ৩ টি আঙ্গুল নবগঙ্গা ডিগ্রী কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধণা উপলক্ষে আলোচনা সভা

বিসিবির পরবর্তী প্রধান কে, জানালেন পাপন

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

বিসিবির পরবর্তী প্রধান কে, জানালেন পাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এর পর থেকেই গুঞ্জন চলছে, পাপন কি এবার তাহলে বিসিবি সভাপতির পদ ছাড়ছেন? তিনি ছাড়লে নতুন কে আসতে পারেন এই দায়িত্বে।

সোস্যাল মিডিয়িায় চোখ রাখলে দেখা যায়, ভক্তরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে চাইছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। তবে এখনো ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্ব পালন না করা মাশরাফির কি কোনো সুযোগ আছে? বা এর আগেও বিসিবি সভাপতি হওয়ার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। তার কি কোনো সুযোগ আছে? এমন প্রশ্নও ঘোরপাক খাচ্ছে ভক্তদের মনে।

আজ  শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি খোলাসা করেছেন পাপন। যেখানে সরাসরি না বললেও মাশরাফি কিংবা সাকিবের সহসাই যে হওয়ার সুযোগ নেই, সেটি জানিয়ে দিলেন।

পাপনের ভাষ্য, ‘আইনে কোনো সমস্যা নেই (পাপনের বিসিবি সভাপতি থাকার ব্যাপারে)। এটাই হচ্ছে বড় কথা। তবে একসঙ্গে যদি দুই দায়িত্বে থাকি তাহলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা, অস্বাভাবিক কিছু না। আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সঙ্গে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডাইরেক্টর (পরিচালক) আছেন তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারো আসার কোনো সুযোগ নেই।’

পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন, সেটি নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না পাপন। বলেন, ‘এখানে কয়েকটি কথা আছে। প্রথমত, ইচ্ছা করলেই ছেড়ে (বিসিবির দায়িত্ব) দেওয়া যায় না এখন। সেটা আমরা জিম্বাবুয়ের ক্ষেত্রে দেখেছি। দুই বছর তারা প্রায় ব্যান (নিষিদ্ধ), শ্রীলঙ্কার ক্ষেত্রেও এবার দেখেছি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মনে হয় আমার, যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে। তবে অপশন কি কি আছে ভেবে দেখা যেতে পারে। …এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের (বিসিবি) মেয়াদ, যেটা আইসিসি সবসময় চায় তাদের নির্বাচিত কমিটির ফুল মেয়াদ। আরেকটি হচ্ছে আইসিসির মেয়াদ।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইল সংবাদ
Customized By BlogTheme
error: Content is protected !!