নড়াইল প্রতিনিধি ঃ
স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে নড়াইলে মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য বানিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন (মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল প্রেসকøাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিসহ মোট ৫০ জন এ অবহিতকরণ সভায় অংশগ্রহন করেন।
সভায় মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।##