নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও নিত্যপণ্যের মূল্য নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার, নড়াইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মোঃ হাসানুজ্জামান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পণ্যের আড়ৎদারগণ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ব্যাবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করে রমজান মাসে লাভ না করে গরুর মাংশ ৬৫০ টাকা, খাশির মাংশ ১০০০ টাকা, ছাগল (ছাগী) ৮০০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, ব্রয়লার মুরগি ২২০ টাকা, সোনালী (পাকিস্তানী) মুরগি ৩০০ টাকা, ডিম (প্রতি পিচ) ১০ টাকা, দুধ (প্রতি লিটার) ৮০ টাকা এবং আলু (প্রতি কেজি)৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রমজান মাসে অন্যান্য নিত্যপণ্য বেশি লাভ না করে বিক্রয়ের অঙ্গীকার করেছেন ব্যবসায়ীবৃন্দ।