নড়াইল অফিসঃ
নড়াইলে সিএসএ প্রযুক্তির মাধ্যমে ব্রি-১০০ ধান প্রদর্শনীর শস্য কর্তন ও কৃষক মাঠ দিবস
অনুষ্ঠিত হয়েছে। শনিবার নড়াইল পৌর এলাকার ধোপাখোলা গ্রামের কৃষক স্বপন বিশ্বাস এর
জমিতে ফিট দা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট এগ্রিকালচার এক্টিভিটি প্রজেক্ট এর আওতায় “ ব্রি
ধান-১০০” এর সিএসএ প্রযুক্তি প্রদর্শনী প্লট এর ধান কর্তন করে মাড়াই শেষে কৃষক এর বাড়ীর
চত্বরে এ “ মাঠ দিবস” অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে জানানো হয় , কৃষক স্বপন বিশ্বাস এর ২০ শত জমিতে “ ব্রি ধান-১০০” এর সিএসএ
প্রযুক্তি ও কৃষক প্রযুক্তির প্রদর্শনী করা হয়। এতে কৃষক যাতে বুঝতে পারে ব্রি ধান-১০০” এর
সিএসএ প্রযুক্তি ও কৃষক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ধানের পার্থক্য। ব্রি ধান -১০০ এই উন্নত
প্রযুক্তির মাধ্যমে চাষ করলে প্রতি হেক্টরে ৭ থেকে সাড়ে ৮ মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব ,যা অন্য
কোন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সম্ভব না।
প্রভাষক সজল সরকার এর সভাপতিত্বে নড়াইল জেলার সিএফডিসিও ফারজানা সুলতানা, নড়াইল সদর
এর উপ-সহকারি কৃষি কর্মকর্তা সবির দেব, যশোর এর এক্সটেনশন কর্মকর্তা তরিকুল ইসলাম যশোর
এর ফিল্ড সুপার ভাইজার শরিফুল আলম, কৃষক স্বপন বিশ্বাস,কৃষক -কৃষানীরা এ সময় উপস্থিত
ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মির্জা মাহামুদ হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ রায়হান হুসাইন
হেড অফিস : মির্জা প্লাজা, রামকৃষ্ণ আশ্রম রোড, রুপগন্জ বাজার, নড়াইল সদর, নড়াইল।
বার্তা কহ্ম : 01993287209
Copyright © 2024 নড়াইল সংবাদ. All rights reserved.