শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত লামিয়া হতে চায় ডাক্তার সাংবাদিক মাহামুদুল কবির নয়নের উপরে সন্ত্রাসী হামলার কয়েক মাস পর জানা গেলো নির্দেশ দাতাদের নাম লোহাগড়ায দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে কালিয়ায় প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন নড়াইলে জিয়া পরিষদের জায়গা অবৈধ দখলের অভিযোগ ! নড়াইলে হরিলীলামৃত স্কু্লের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান নড়াইলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে বিএনপির ৩ নেতা গুরুতর জখম, ঝুলে আছে ৩ টি আঙ্গুল নবগঙ্গা ডিগ্রী কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধণা উপলক্ষে আলোচনা সভা

বর্তমান চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা পরাজিত, বিজয়ী নতুন মুখ  সর্বোচ্চ ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০০ বার পঠিত
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে খান শামীম রহমান (ওছি খাঁ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার বিজয়ের মধ্য দিয়ে তৃতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশীদ এবং সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষকে পরাজিত করে বিজয়ের মুকুট পরেছেন নড়াগাতী থানা আওয়ামী লীগের সহসভাপতি খান শামীম রহমান। এদিকে, গত ৮ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনটি পদের মধ্যে সর্বোচ্চ ৪২ হাজার ৪৭৯ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ববিতা বেগম।
চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী শামীম রহমান চিংড়িমাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম নাজমুল হক প্রিন্স দোয়াত-কলম প্রতীকে ১৬ হাজার ৮৪২ ভোট পেয়েছেন। কৃষ্ণপদ ঘোষ (বর্তমান উপজেলা চেয়ারম্যান) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১হাজার ৪৭৫ ভোট, অপরপ্রার্থী মাহমুদুল হাসান কায়েস ঘোড়া প্রতীকে ১০হাজার ৪০৭ ভোট এবং এস এম হারুনার রশীদ আনারস প্রতীকে পেয়েছেন ৭হাজার ৪৬০ ভোট। প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুল আলম উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট। অপরপ্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ ১৬ হাজার ৯০ ভোট, আশীষ ভট্টাচার্য্য ১৩ হাজার ৭৩৭ ভোট এবং আশরাফুল ইসলাম ৯ হাজার ৫৭ ভোট পেয়েছেন।
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ববিতা বেগম ফুটবল প্রতীকে সর্বোচ্চ ৪২ হাজার ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিউটি আক্তার হাস প্রতীকে ১৯ হাজার ৩৫৬ ভোট এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১১১ ভোট।
কালিয়া উপজেলা নির্বাচনে ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ২০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭৯ হাজার ১৯৬জন। বাতিল হয়েছে ২ হাজার ৫৪৯। বৈধ হয়েছে ৭৬ হাজার ৬৪৭ ভোট। শতকরা ভোট পড়েছে ৪০ দশমিক ১৬ শতাংশ। ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে কালিয়া উপজেলা গঠিত।
কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। #
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইল সংবাদ
Customized By BlogTheme
error: Content is protected !!