নড়াইল প্রতিনিধি ঃ
বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য নড়াইল সদর উপজেলায়
লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৩ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকতা ,পলাশ চন্দ্র মুখার্জি,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা,মোঃরোকনুজ্জামান , উপজেলা খাদ্য পরিদর্শক অভিষেক বিশ্বাস, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাহামুদ হোসেন রন্টু খাদ্য পরিদর্শক শুকান্ত সিকদার, মোঃ তাইজুল ইসলাম প্রমুখ।
লটারির মাধ্যমে নির্ধারিত উপজেলার মোট নির্বাচিত কৃষক ৭৬০ জন। এর ভিতর ক্ষুদ্র কৃষক ৩৮০ জন, মাঝারি কৃষক ২২৮ জন, নির্বাচিত বড় কৃষক ১৫২ জন । বরাদ্দকৃত ধান ৫৭ ০০০ বস্তা। যে ধানের পরিমান ২২৮০০০০ কেজি।
প্রকাশক ও সম্পাদক : মির্জা মাহামুদ হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ রায়হান হুসাইন
হেড অফিস : মির্জা প্লাজা, রামকৃষ্ণ আশ্রম রোড, রুপগন্জ বাজার, নড়াইল সদর, নড়াইল।
বার্তা কহ্ম : 01993287209
Copyright © 2024 নড়াইল সংবাদ. All rights reserved.