কাজী আশরাফ; নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ সময় অতিথিদের অপেক্ষায় বসে থাকতে থাকতে উপস্থিত অনেক প্রান্তিক কৃষক ধর্য্যহারা হয়ে পড়েন। মঙ্গলবার (১৪ মে) থেকে তিন দিন ব্যাপী এ মেলার আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যা চলবে ১৬ মে পর্যন্ত। বিকাল ৩ টায় বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠিত হবার কথা বলে লোহাগড়া কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার এক দাওয়াত পত্র ফলাও করে প্রচার করেন। দাওয়াত পত্রে ৩ টার কথা বলে সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরুর বিষয়ে কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছেন, উর্দ্ধতন কর্মকর্তাগণ দেরিতে আসায় অনুষ্ঠান শুরু করতে বিলম্ব হয়েছে। এ মেলায় ১২টি প্রদর্শনী স্টল থাকলেও সেসব স্টলে গিয়ে কৃষি দপ্তরের সাথে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায় নি। ফলে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে বিরোক্তির ছাপ ফুটে ওঠে।
ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় দেরিতে হলেও এক সংক্ষিপ্ত র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে শুরু করে ফটোসেশন শেষে উপজেলা পরিষদের মধ্যেই শেষ করা হয়।
এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক আশেক পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ^তী শীল, লোহাগড়া ইউএনও মো. জহুরুল ইসলাম, দুই বাংলা নিউজ ডট কম এর সম্পাদক সৈয়দ খায়রুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিাক কৃষক। অনুষ্ঠানে চেয়ার সল্পতার কারনে অনেককে দাড়িয়ে থাকতে দেখা গেছে। সচেতন মহল মনে করেন এধরনের অনুষ্ঠান আগামীতে সঠিক সময়ে শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আরও বেশি আন্তরিক হবেন।
প্রকাশক ও সম্পাদক : মির্জা মাহামুদ হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ রায়হান হুসাইন
হেড অফিস : মির্জা প্লাজা, রামকৃষ্ণ আশ্রম রোড, রুপগন্জ বাজার, নড়াইল সদর, নড়াইল।
বার্তা কহ্ম : 01993287209
Copyright © 2024 নড়াইল সংবাদ. All rights reserved.