শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত লামিয়া হতে চায় ডাক্তার সাংবাদিক মাহামুদুল কবির নয়নের উপরে সন্ত্রাসী হামলার কয়েক মাস পর জানা গেলো নির্দেশ দাতাদের নাম লোহাগড়ায দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে কালিয়ায় প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন নড়াইলে জিয়া পরিষদের জায়গা অবৈধ দখলের অভিযোগ ! নড়াইলে হরিলীলামৃত স্কু্লের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান নড়াইলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলে বিএনপির ৩ নেতা গুরুতর জখম, ঝুলে আছে ৩ টি আঙ্গুল নবগঙ্গা ডিগ্রী কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধণা উপলক্ষে আলোচনা সভা

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের তথ্য গোপন করছেন সেই পিআইও কালাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৪৯ বার পঠিত

মুক্তিযোদ্ধাদের দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাসের তথ্য গোপন করতে মরিয়া হয়ে উঠেছেন নড়াইলের কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী নিজেই। সরকারের এমন যুগান্তকারী প্রকল্প গুলো বাস্তবায়নের খবর ফলাও করে প্রচার হওয়ার কথা থকলেও অদৃশ্য কারনে কালিয়া উপজেলায় তা গোপন করা হচ্ছে।
সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে সরকারি ও বেসরকারি সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, দুর্নীতি হ্রাস, জনগনের চিন্তা, বিবেক ও স্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, সর্বোপরি জনগনের ক্ষমতায়নের লক্ষ্যে তথ্য অধিকার আইন,২০০৯ প্রণয়ন করেছে। কিন্তু এ উপজেলায় সরকারের উন্নয়ন প্রকল্পের তথ্য মৌখিক ভাবেত দুরের কথা লিখিত আবেদন করেও তা পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের কাছে তথ্য অধিকার আইন সম্পর্কে বিরুপ ধারণা তৈরি হচ্ছে।
গত ২৮ এপ্রিল নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ নড়াইল কালিয়া উপজেলায় কতজন মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাস পেয়েছেন সেই তথ্য চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী লিখিত আবেদন করতে বলেন। সাংবাদিক কাজী আশরাফ ওই দিন লিখিত ভাবে পিআইও বরাবর লিখিত আবেদন করলে আবেদনের ৩৩ দিনেও মেলেনি সেই তথ্য। যদিও তথ্য অধিকার আইনে বলা আছে, আবেদনের ২১ কর্মদিবসের মধ্যে তথ্য প্রদান করতে হবে।
উল্লেখ্য: গত বছর ২০২২-২০২৩ অর্থবছরের টিআর-কাবিখা প্রকল্পের তালিকা চাইলে কামাল মিয়াজী বিশেষ খামের বিনিময়ে গণমাধ্যম কর্মীদের নিকট সেই তালিকা গোপন করার ব্যার্থ চেষ্টা করেছিল। পরে “খাম দিয়ে প্রকল্প গোপন করতে চায় পিআইও কামাল” শিরোনামে বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের শেকড় অনেক উপর মহল পর্যন্ত বিস্তার থাকায় সেই তালিকা আর আলোর মুখ চোখে দেখিনি।
এ বিষয়ে কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী বলেন, সাংবাদিক কাজী আশরাফ উপজেলায় কতজন মুক্তিযোদ্ধা বীর নিবাস পেয়েছেন তার একটি তালিকা চেয়ে লিখিত আবেদন করেছেন। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে আগামী সপ্তাহে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইল সংবাদ
Customized By BlogTheme
error: Content is protected !!