নড়াইল অফিসঃ
নড়াইলে মোটরসাইকেলের বডিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ শিমুল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তার একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রবিবার (২ জুন) রাতে সদর থানার মুলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিমুল হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভাবের বেড় গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই অপু মিত্র, এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জেলার সদর থানার মুলিয়া বাজারের চৌরাস্তা মোড়ে অনুপের চায়ের দোকানের সামনে হতে শিমুল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় আসামির ব্যবহৃত ডায়াং রানার মোটরসাইকেলের বডিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, এ সংক্রান্ত নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।