নড়াইল অফিসঃ
নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হাসীয়া বেগম (৫৫)নামে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
হাসীয়া বেগম নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামের মৃত আঃ হাকিম মোল্যার মেয়ে।
গতকাল ১৮ ই জুন নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের সাধুখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
ভিক্টিমকে নড়াইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় মোসাঃ হাসীয়া বেগমের ভাই মোঃ আকবর মোল্যা ( ৪৮) বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, একই গ্রামের রতন বিশ্বাস (৭৫) এর সাথে তাদের জমি নিয়ে দির্ঘদিন যাবত বিরোধ চলছিল।
গতকাল ১৮ই জুন ২০২৪ ইং তারিখে বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে রতন বিশ্বাস পিতাঃ অজ্ঞাত, মিলন বিশ্বাস (৩৮), মোঃ রাজ্জাক বিশ্বাস (৪৮) ও মোছাঃআইরিন বেগম(৩৫) সর্ব পিতা- রতন বিশ্বাস বাদীর বাড়িতে উপস্থিত হয়ে গালিগালাজ করতে থাকে। বাড়িতে কোন পুরুষ মানুষ উপস্থিত না থাকায় হাসীয়া বেগম গালিগালাজ করতে নিষেধ করে। এসময় রতন বিশ্বাসের নির্দেশে মিলন বিশ্বাস (৩৮), মোঃ রাজ্জাক বিশ্বাস (৪৮) ও মোছাঃআইরিন বেগম(৩৫) হাসীয়া বেগমের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
বাদী আকবর মোল্যা ও হাসীয়া বেগমের ছেলে হামলার খবর পেয়ে দ্রুত বাড়ি পৌছে আহতকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত হাসীয়া বেগমের ছেলে তুষার মোল্যা জানান, জমির রেকর্ডীয় মালিক আমরা, কিন্তু রতন বিশ্বাস মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে সব যায়গায় প্রভাব খাটাচ্ছে,তিনি সম্পূর্ণ অন্যায়ভাবে জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করছেন।গতকাল আমরা কেউ বাড়ি ছিলাম না, আর এই সুযোগে আমার মাকে মেরে আহত করেছে,আমি এই ঘটনার জন্য আইনের আশ্রয় নেব।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
প্রকাশক ও সম্পাদক : মির্জা মাহামুদ হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ রায়হান হুসাইন
হেড অফিস : মির্জা প্লাজা, রামকৃষ্ণ আশ্রম রোড, রুপগন্জ বাজার, নড়াইল সদর, নড়াইল।
বার্তা কহ্ম : 01993287209
Copyright © 2024 নড়াইল সংবাদ. All rights reserved.