লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং বৈয়ম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকায় আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদ।
মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, মোঃ আকিদুল ইসলাম, মোঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
এছাড়া বিএনপির ওহিদুজ্জামান, এসকে মিন্টু, মামুন, তানভীর, ইমদাদ মল্লিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।