নড়াইল অফিসঃ
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গায় জমি জবর দখল ও চাঁদার দাবীতে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তি ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত রাজ্জাক মুন্সীর ছেলে আবু জাফর মুন্সী(৪০)।
এই ঘটনায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী ফিরোজ মোল্যা সহ ৪ জনকে বিবাদী করে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানাযায় ২০১৮ সালে বাগডাঙ্গার স্থানীয় একব্যক্তির কাছ থেকে ৭ শতক জমি কেনেন তিনি। উক্ত জমি কেনার পর থেকেই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মোল্যার সাথে তার বিরোধের সূত্রপাত।
ভুক্তভোগী ঢাকায় চাকরী করেন,তার স্ত্রী সন্তানরা গ্রামের বাড়ি বাগডাঙ্গায় থাকেন।
এই সুযোগে মাঝে মাঝেই বাড়ির গাছের ডাব ও ফলফলাদি জোরপূর্বক পেরে নিয়ে যায় সেক্রেটারী ও তার লোকজন।বাধা দিতে গেলে হামলা করতে আসে।অকথ্য ভাষায় গালি গালাজ করে।
গত ১৮ ই সেপ্টেম্বর ২৪ তারিখ সকাল ৯ টার দিকে ভুক্তভোগী তার বাগান বাড়ির কেনা সেই জমিতে কাজ করতে গেলে ১/ মো : ফিরোজ মোল্যা(৫০)
২/ মো: আনিছ মোল্যা (৪৮)উভয় পিতা : আফজাল মোল্যা,
৩/ জিহাদ মোল্যা (২২)পিতা: আনিছ মোল্যা ৪/আছামুদ্দিন( ২৪) পিতা মো: ফিরোজ মোল্যা তার কাছে এসে চাঁদা দাবী করে এবং চাঁদা দিতে না পারলে জমি ছেরে দিতে বলে। ভুক্তভোগী তাদের কথায় রাজি না হওয়ায় এ সময় অভিযুক্তরা তাকে শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে নিলা ফোলা জখম করে ফেলে রেখে যায়,পরে স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে এনে ভর্তি করে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বিগত ১৬ বছর বাড়ি দখল, জমি দখল,চাঁদাবাজী,অনলাইন জুয়া, মাদক কারবার সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী ফিরোজ মোল্যা ও তার পরিবার।
আবু জাফর মুন্সীর উপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে স্থানীয় এলাকাবাসীসহ তার স্বজনরা।
প্রকাশক ও সম্পাদক : মির্জা মাহামুদ হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ রায়হান হুসাইন
হেড অফিস : মির্জা প্লাজা, রামকৃষ্ণ আশ্রম রোড, রুপগন্জ বাজার, নড়াইল সদর, নড়াইল।
বার্তা কহ্ম : 01993287209
Copyright © 2024 নড়াইল সংবাদ. All rights reserved.