‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমি মজুমদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, নারী দিবস আছে, কন্যা শিশু দিবস আছে, কেনো পুরুষ বা কেনো ছেলে দিবস নেই। আমার মনে হয়, এখানে বৈষম্য আছে।